Medinipur News: TMCP ইউনিটের সদস্যের নেতৃত্বে মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের হুমকির অভিযোগ

Continues below advertisement

ABP Ananda Live মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের হুমকি। টিএমসিপির ইউনিটের সদস্যের নেতৃত্বে হুমকির অভিযোগ। টিএমসিপির চিকিৎসক নেতার নেতৃত্বে হুমকি দেওয়ার অভিযোগ। হস্টেল থেকে বহিষ্কার, এফআইআর করার দাবি আন্দোলনকারী। পদক্ষেপ চেয়ে মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষকে চিঠি জুনিয়র ডাক্তারদের। এখনও পর্যন্ত এব্যাপারে টিএমসিপির কোনও প্রতিক্রিয়া মেলেনি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফি তিনটে তেই চাদরের রং লাল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে চলে যায়, তার মধ্য়েও কিন্তু সেম কালার আছে। অন্য় কোনও কালারের কোনও এভিডেন্স নেই। অন্য় কোনও কালার, আমাদের রেকর্ডে নেই। আমাদের সিজার লিস্টে যেটা, সেটা নীল। সবুজ বা কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন, ওটা চাপা দেওয়ার নয়।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram