Belda Update: বেলদায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মৃত্যু। ABP Ananda Live
ABP Ananda Live: বেলদায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মৃত্যু। গুরুতর আহত আরও এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুরের একটি নার্সিংহোমে। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। কাটআউট দিয়ে টার্ন নেওয়ার সময় দুটি বাইককে ধাক্কা ওড়িশাগামী গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গাড়ি আটক হলেও, চালক-সহ আরোহীরা পলাতক।
আরও খবর,
আর জি করে মরদেহ নিয়ে দালালচক্রের মারাত্মক অভিযোগ । প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলত মর্গে দালালচক্র! 'চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের' । 'ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে' । 'দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত ১০ হাজার টাকার প্যাকেজ' । 'দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হত মোটা টাকা' । 'টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হত স্টিচ করে নিতে' । 'মর্গে দেহ রাখতেও নেওয়া হত হাজার হাজার টাকা' । বিস্ফোরক অভিযোগ আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের। প্রেসিডেন্সি জেলে হল আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট । সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের টেস্টের প্রক্রিয়া শুরু । ৪ জন জুনিয়র চিকিৎসক সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।