WB By Election 2024: কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর

Continues below advertisement

ABP Ananda Live: মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসী কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী সুজয় হাজরার। মত্ত অবস্থায় ডিউটির অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর। 

লোভ দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বরাবরই উঠে এসেছে এই রাজ্যে। কখনও তা নগত টাকা। কখনও আবার খাবার। গত পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ফুচকা খাইয়ে ভোট টানার অভিযোগ উঠেছিল দক্ষিণ বারাসাতের একটি বুথে।  সেবার নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগও করেছিলেন সিপিএম প্রার্থী। আর আজ উপনির্বাচনের দিনে উঠে এল সেই অভিযোগ। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপালে। ভোট কেন্দ্র থেকে কিছুটা এগোলেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। 

প্রায় প্রতিটা ভোটেই ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠে আসে। কখনও মৃত ব্যাক্তির নামে জমা পড়ে ভোট। কখনও আবার সিসিটিভি অফ করে দিয়ে চলে ছাপ্পা ভোট। এই সব অভিযোগগুলিই অতীতে উঠে এসেছে। এমনকি ভোট কেন্দ্রের কাছে ভোটারকে প্রভাবিত করার অভিযোগও ভুরিভুরি। তবে ভোটারদের পেটপুরে খাওনার কথাও নতুন নয়। যদিও চানাচুর মুড়ি খাওয়ার খবর এই প্রথমবারই সামনে এসেছে।লোকসভা ভোটের সময় সামনে এসেছিল আরও একটি ঘটনা। যদিও সেটা কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়। বরং ভোটারদের উৎসাহিত করতে, ভোট দেওয়ার প্রমাণ দেখালেই খাবারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছিল একটি সংস্থা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram