Ananda Sakal iv: পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মীনাক্ষী দত্ত। Bangla News

Continues below advertisement

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয় কংগ্রেসের, নিহত তপন কান্দুর ওয়ার্ডে জয়ী কংগ্রেস, ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু, চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়, ১৩০ ভোটে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়, বিজেপির জেতা আসনে জয় বাম প্রার্থীর, পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মীনাক্ষী দত্ত, নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত, ভাটপাড়ায় ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের কনকলতা দাস, দমদমের ৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের তাপস রায়দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। জিটিএ-এর ৪৫টি আসনের ভোটগণনা শুরু, রিম্বিকে এগিয়ে অনীত থাপার দল, ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা এগিয়ে রিম্বিকে,ডালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী বিনয় তামাং,একটি আসনে এগিয়ে হামরো পার্টি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram