Meenakshi Mukherjee: লড়াইয়ের মাটি থেকে ১ ইঞ্চি জায়গা ছাড়া হবে না, 'কথা দিলেন' মীনাক্ষী। ABP Ananda Live

Continues below advertisement

ইনসাফের দাবিতে ব্রিগেড সমাবেশ বাম যুব সংগঠনের। ব্রিগেডের মঞ্চ থেকে সংগঠনের শহিদদের স্মরণ করলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। সইদুল-সুদীপ্ত-মইদুলের স্মৃতির জন্য লড়াইয়ের ডাক তাঁর। DYFI-এর এই সমাবেশে উঠে এল চাকরিপ্রার্থীদের আন্দোলন থেকে, চাকরির দাবিতে চুল কেটে নেওয়ার মতো ইস্যুও। চাকরিপ্রার্থীরা চাকরি না পেলে কীভাবে সরকারি স্কুল চলবে? কীভাবে বাংলার ছাত্ররা সরকারি স্কুলে পড়বে? সেই প্রশ্ন ছুড়ে দিলেন DYFI  রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। দুর্নীতির প্রতিবাদ ও চাকরির দাবিতে DYFI-এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড। মঞ্চে জাতীয় পতাকা। রয়েছে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড লেখা ব্যানার। লাল-সাদা নিশানে মোড়া মাঠ। ২০০৮-এর পর, প্রায় ১৫ বছর পর ব্রিগেডে সমাবেশ করছে CPM-এর যুব সংগঠন। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “অসংখ্য চাকরিপ্রার্থীরা যাঁরা পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে। হবু শিক্ষিকা চোখের জলে নিজের চুল অন ক্যামেরা শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা, চাকরি চুরি, চাল চুরির জন্য নামিয়ে নিতে বাধ্য হল। তাঁর চোখের জলের দায় নেবেন না? যদি ওঁরা চাকরি না পায়, তাহলে আমার আপনার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? সেভেন ফেল করা ওই মাস্টারগুলোর কাছে? যাঁরা অঙ্কের মাস্টার হয়েছে বাবার কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে? ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। যে লড়াইটা করছি, সেটা কামব্যাক করার লড়াই।’’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram