Primary Tet: প্রাথমিক TET-এর জন্য আগামীকাল বাড়তি পরিষেবা দিতে তৈরি মেট্রো ও পরিবহণ দফতর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: যেখানে অসংখ্য উত্তীর্ণ চাকরিপ্রার্থী নিয়োগই পাননি, সেখানে নতুন টেট কেন? প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। রাজ্যের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। সরকার নিয়োগ দিতে চায়, কিন্তু আইনি জটিলতার কারণেই আটকে আছে, দাবি করেছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক TET-এর জন্য আগামীকাল বাড়তি পরিষেবা দিতে তৈরি মেট্রো ও পরিবহণ দফতর।