Mid Day Meal: মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
Continues below advertisement
আবাস, ১০০দিনের কাজের পরে এবার মিড ডে মিলের 'অনুসন্ধানে' কেন্দ্রীয় দল। রাজ্যের মিড ডে মিলের (Mid Day Meal) হাল খতিয়ে দেখতে আসছে ১১জনের প্রতিনিধি দল। মিড ডে মিলের হাল থেকে ফান্ডের অনুসন্ধানে ৪ জেলায় যাওয়ার কথা। কেন্দ্রীয় দলের সঙ্গে থাকবে রাজ্য সরকারেরও একজন প্রতিনিধি । ৪ জেলার সফরে কাল উত্তর ২৪ পরগনা যেতে পারে কেন্দ্রীয় দল।
Continues below advertisement