Midday Meal Scam : ছাত্র সংখ্যা ৫২১, রান্না ২২৯ জনের, কী হল বাকি পড়ুয়াদের চাল-ডিমের ?
পুরসভা থেকে ৫২১ জন পডুয়ার খাবার রান্নার জন্য টাকা ও উপকরণ নেওয়া হলেও রান্না হচ্ছে ২২৯ জনের। উত্তর ২৪ পরগনার শক্তিগড় হাইস্কুলে মিড ডেমিলে কারচুপির অভিযোগ তুললেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। বাজেয়াপ্ত করা হল অ্যাাটেন্ডেন্স রেজিস্টার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। পুরসভার রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।