Government Hospital: ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র, লালবাজারের অভিযান, এসএসকেএমে ধৃত ৩ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। হাসপাতালে লালবাজারের অভিযান। এসএসকেএমে ধৃত ৩। মেডিক্যাল কলেজে পাকড়াও ২ অ্যামবুল্যানস চালক। 

সোনারপুরে ফের রমরমিয়ে চলছে বালিপাচার চক্র। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে প্রকাশ্য দিবালোকে চলছে বালিপাচার। সারাদিনই চলছে বালি তোলার কাজ।

প্রশাসনের শীর্ষ স্তর থেকে কড়া বার্তার পরেও ছবির কোনও বদল দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত বালিপাচার চক্র সক্রিয় রয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদহ এলাকায় নতুন করে বালি মাফিয়ারা বেআইনি পথে বালি তুলে সেইসব বালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বিক্রি করে দিচ্ছে। প্রশাসনের একেবারে নাকের ডগায় হচ্ছে এটা। আগেও সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছিল প্রশাসন। বেশ কয়েক জায়গায় বালিপাচার বন্ধ করা হলেও, আবারও সেই পাচারচক্র সক্রিয় হয়ে গিয়েছে। কিন্তু, এখন তাদের পন্থা পাল্টে গিয়েছে। আগে তারা দিনে-দুপুরে সবসময় বালি বিক্রি করত। সেই কাজ এখন রাতে হচ্ছে। কিন্তু, বালি তোলার কাজ দিনেই হচ্ছে। পরে, রাতের দিকে বড় বড় লরি এবং অন্য গাড়িতে করে বিভিন্ন জায়গায় বালি পাচার করা হচ্ছে।   

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola