ED: সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতিতে এবার ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায়। ABP Ananda Live

West Bnegal News: সিবিআইয়ের (CBI) পর নিয়োগ দুর্নীতিতে এবার ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায় (Prasanna Roy)। ট্রাভেল এজেন্সির আড়ালে কীভাবে ৪০০ কোটির সম্পত্তির মালিক? চাকরি চুরির কালো টাকাতেই কি ৪০০ থেকে ৪৫০টি সম্পত্তি? সিজিও কমপ্লেক্সে প্রায় ১০ ঘণ্টা জেরার পরে প্রসন্ন রায় গ্রেফতার । সিবিআইয়ের মামলায় জামিন পেয়েই একের পর এক সম্পত্তি বিক্রির চেষ্টা। ১৮ জানুয়ারি: নিউটাউনের বাংলো থেকে বাগানবাড়ি-সহ ৮ ঠিকানায় তল্লাশি। অগাস্ট, ২০২২: নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করে সিবিআই। নভেম্বর, ২০২৩: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন। নিয়োগ দুর্নীতির টাকা 'মিডলম্যানের' হাত ধরে কার কার পকেটে গিয়েছিল? নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? উত্তরবঙ্গ থেকে সুন্দরবন-কীসের টাকায় একের পর এক হোটেল প্রসন্নর? এবার 'মানি ট্রেলের' খোঁজে ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায়। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola