Midnapore: 'ছেলে অসৎ সঙ্গে পড়েছে', শিক্ষা দিতে হাতে-পায়ে 'শিকল দিয়ে বেঁধে' রাখল বাবা-মা! | Bangla News

Continues below advertisement

ছেলে অসৎ সঙ্গে পড়েছে। তাই তাকে শিক্ষা দিতে  বালকের হাতে, পায়ে ও গলায় শিকল বেঁধে রাখার অভিযোগ উঠল তারই বাবা-মায়ের বিরুদ্ধে। মেদিনীপুর শহরের ঘটনা এটি। ৬ দিন পর খবর পেয়ে সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ও পুলিশ। ওই বালককে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram