Moyna : ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আড়াই দিন পর প্রথম গ্রেফতার | ABP Ananda Live
Moyna :ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আড়াই দিন পর প্রথম গ্রেফতার। ধৃত মিলন ভৌমিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন। গতকাল গভীর রাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। খুনের সময় তৃণমূল নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের অনুমান। মৃত বিজেপি নেতার পরিবারের তরফে ৩৪ জনের নামে FIR করা হয়েছিল। ধৃত তৃণমূল নেতার নাম ছিল ২৬ নম্বরে। এছাড়া, FIR-এ আরও ২৫-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির উল্লেখ ছিল। বাকি হামলাকারীদের খোঁজ চালাচ্ছে ময়না থানার পুলিশ।