Militant News: লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গির আরও কীর্তি ফাঁস
ABP Ananda Live: লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। করাচিতে ট্রেনিং নিয়ে জঙ্গি প্রশিক্ষক। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গির আরও কীর্তি ফাঁস। ওপারের জঙ্গিদের নিশানায় শুভেনদু। সতর্ক করল কেন্দ্র।
অসম এসটিএফের 'অপারেশন প্রঘাত'। কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি। উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক। ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক। ওপার বাংলা থেকে ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলা টিম। গোপন সূত্রে পেয়ে রাতেই হানা অসম এসটিএফের। অসম STF-এর হাতে ধৃত ৮ জঙ্গির আরও একজনের বাংলা যোগ। আনসারুল্লা বাংলা টিমের হয়ে বারবার মুর্শিদাবাদ, ফালাকাটায় বৈঠক নুর ইসলামের। কার কার সঙ্গে যোগাযোগ, খতিয়ে দেখছে গোয়েন্দারা। লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনকে লজিস্টিক সাপোর্ট দিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ। করাচিতে জঙ্গি প্রশিক্ষণ, হাত পাকায় IED তৈরিতে। চালাত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। পাসপোর্ট-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর।