Suvendu Adhikari: জঙ্গিকে আশ্রয়ের অপরাধে হয়ত কাশ্মীর পুলিশ সওকত মোল্লাকে তুলে নিয়ে যাবে: শুভেন্দু
ABP Ananda Live: বাংলায় জঙ্গি ঢুকলে দায় কেন্দ্রের। কী করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী করছে বিএসএফ? শুভেন্দুর জোড়া জঙ্গি-রুট মন্তব্যের পাল্টা সওকত। জাভেদকে ঠাঁই দিয়েছিলেন সওকতই, জবাব শুভেন্দুর।
আরও খবর, অসম এসটিএফের 'অপারেশন প্রঘাত'। কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি। উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক। ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক। ওপার বাংলা থেকে ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলা টিম। গোপন সূত্রে পেয়ে রাতেই হানা অসম এসটিএফের। অসম STF-এর হাতে ধৃত ৮ জঙ্গির আরও একজনের বাংলা যোগ। আনসারুল্লা বাংলা টিমের হয়ে বারবার মুর্শিদাবাদ, ফালাকাটায় বৈঠক নুর ইসলামের। কার কার সঙ্গে যোগাযোগ, খতিয়ে দেখছে গোয়েন্দারা। লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনকে লজিস্টিক সাপোর্ট দিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ। করাচিতে জঙ্গি প্রশিক্ষণ, হাত পাকায় IED তৈরিতে। চালাত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। পাসপোর্ট-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর।