Minister Akhil Giri: মহিলা রেঞ্জ অফিসারকে কারামন্ত্রীর কুরুচিকর ভাষায় আক্রমণ, ড্যামেজ কন্ট্রোলে সরকার-দল | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: তাজপুরে উচ্ছেদ অভিযান। আর সেখানেই কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে কাঁথির মহিলা ফরেস্ট রেঞ্জ অফিসার। বন দফতরের মহিলা আধিকারিককে কদর্য ভাষায় হুমকি, শাসানি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ড্যামেজ কন্ট্রোলের সরকার এবং দল। মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। পরে মহিলা রেঞ্জ অফিসারকে ফোন করেন তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। দু'জনেই মহিলা সরকারি আধিকারিককে সসম্মানে কাজ করার আবেদন জানিয়েছেন। 

অখিল আছেন অখিলেই, এবার মহিলা রেঞ্জ অফিসারকেই শাসানি! মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি! 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না' প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি! 'মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন'। 'আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন'। 'আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়'। 'এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। উচ্ছেদ অভিযানে বাধা, দলবল নিয়ে মহিলা বিট অফিসারকে হুমকি কারামন্ত্রীর! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram