Sandeskhali:সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র,জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। ABP Ananda Live
Sandeskhali Chaos: সন্দেশখালির (Sandeskhali) পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতির উপর চাপ এলে বুঝে নেব, হুঙ্কার দেবাংশুর (Debangshu Bhattacharya)। সন্দেশখালির মন বুঝতে এলাকায় তৃণমূলের (TMC) স্থানীয় নেতারা। কেউ টাকা পান শিবু-উত্তমদের কাছে? চলছে খোঁজ। ABP Ananda Live
Tags :
DISTRICT Sandeskhali ED Raid Sandeskhali Sandeskhali ED Attack Bharati Pawar Sandeskhai Chaos