Firhad Hakim : 'কোথায় এত রাস্তা খারাপ নেই যে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছে না' ফিরহাদ। ABP Ananda Live
'কোথায় এত রাস্তা খারাপ নেই যে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছে না, দ্রুত ডিএমের বিষয়টা দেখা উচিত' মন্তব্য ফিরহাদ হাকিমের। রাস্তা খারাপ, ঢোকেনি অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে রোগীর মৃত্যু। ১০ কিমি দূরে হাসপাতালে নিয়ে গেলে ২৪ বছরের বধূকে মৃত ঘোষণা। খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই তুলকালাম। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে বিডিওকে ঘিরে বিক্ষোভ।