Ration Scam:বেলা গড়ালেও অভিযান জারি ইডি-র, ফাঁকে অল্পক্ষণের জন্য দেখা গেল জ্যোতিপ্রিয়কে।ABP Ananda LIVE
সকাল থেকে সল্টলেকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। একফাঁকে হঠাতই দেখা গেল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে ফের বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বেলা ১২ টা পেরিয়ে গেলেও জারি রইল জেরা।