Ganga Sagar Mela 2024: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘুরে দেখলেন মন্ত্রী সুজিত বসু। ABP Ananda Live

Ganga Sagar: গঙ্গাসাগর মেলার (Ganga Sagar Mela 2024) অগ্নি নির্বাপন ব্যবস্থা পোক্ত রাখতে ১১টি অস্থায়ী দমকলকেন্দ্র করা হচ্ছে। থাকছে দমকলের ৫০টি ইঞ্জিন।  'এখনও পর্যন্ত কোন অভিযোগ নেই', জানালেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। আগুন নেভাতে নদীর জলের পাশাপাশি সাগরমেলা মাঠ, কচুবেড়িয়া, হারুউড পয়েন্ট, বেনুবন ও নামখানা পয়েন্টে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইন থেকে জল নেবে দমকল। এ জন্য তিনশোটি অতিরিক্ত পয়েন্ট করা হয়েছে। ABP Ananda Live   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola