Maheshtala News: ১৩ দিনের মাথাতেও নিখোঁজ মহেশতলার কারখানায় কাজ করা নাবালক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ১৩ দিনের মাথাতেও নিখোঁজ মহেশতলার কারখানায় কাজ করা নাবালক । সূত্রের খবর, নাবালকের খোঁজ পেতে সিসি ক্যামেরার ফুটেজের উপর জোর দিচ্ছেন তদন্তকারীরা । গতকাল ধৃতদের মধ্যে একজনকে নিয়ে ঘটনাস্থলে যায় রবীন্দ্রনগর থানার পুলিশ। নাবালকের খোঁজ পেতে কারখানার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয় তাকে । নাবালকের খোঁজ পেতে ধৃতদের দফায় দফায় জেরা করছে পুলিশ । যে ফোন চুরিকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল সেটারও খোঁজ চলছে

আরও খবর...

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ব্রাসেলসের মাটিতে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানেকে "টেররিস্তান" হিসেবে আখ্যা দেন। পাশাপাশি আন্তর্জাতিক দিক থেকে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রতি শূন্য-সহনশীলতার নীতি গ্রহণের জন্য আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডন্ট কাজ়া কাল্লাসের সঙ্গে বৈঠক ছিল এস জয়শঙ্করের। এরপর তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে দুই দেশের মধ্যে সঙ্ঘাত হিসেবে দেখা উচিত নয়। বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola