Mithun-Kunal: 'গঙ্গারামদের কথায় আমি জবাব দিই না', কুণাল ঘোষকে আক্রমণে মিঠুন চক্রবর্তী
Continues below advertisement
গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি'। তবে রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ নন্দনে এই ছবি মুক্তি পায়নি বলে সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কুণাল ঘোষকে 'এলি-তেলি' বলে কটাক্ষ করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'গঙ্গারামদের কথায় আমি জবাব দিই না'। কুণাল ঘোষকে আক্রমণ করে মিঠুনের মন্তব্য, 'তোরা চেয়েছিলি আমার টিআরপি নামাতে, আমার মৃত্যু পর্যন্ত পারবি না'। 'প্রজাপতি' ছবি নিয়ে প্রশ্নের উত্তরে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী।
Continues below advertisement
Tags :
West Bengal Kunal Ghosh Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Mithun Chakraborty Projapoti