Ananda Live: 'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না', কুণাল ঘোষেকে কটাক্ষ মিঠুনের
'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই', প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন।'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না'। তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন', 'ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন', 'দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে', 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে', প্রজাপতি বিতর্কে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। 'মানুষ হইহই করে ছবিটা দেখছে', 'এর চেয়ে বড় জবাব আর হয় না', প্রজাপতির সাফল্য নিয়ে মন্তব্য অভিনেতা প্রযোজক দেবের
এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক। গতকাল চায়ে পে চর্চার পাশাপাশি, জনসংযোগে নামেন বিধায়ক হরকালী প্রতিহার। সেইসময় রাস্তা সারানোর দাবিতে বিজেপি বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় টোটো চালকরা। নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন কোতুলপুরের বিজেপি বিধায়ক। ক্ষমতায় এলে শাসকদল কোনও কাজ করেনি, তার দায় বিজেপির ওপর চাপানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। বিধায়ককে ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, দায় অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূল।
বীরভূমের সিউড়িতে আবাস-সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল রাজ্যের অডিট টিম। কেন্দ্রীয় প্রতিনিধিদল ভেবে ১০০ দিনের বকেয়া টাকার দাবি করে ঘেরাও করা হয় রাজ্য়ের প্রতিনিধিদের। দুর্নীতি থেকে নজর ঘোরাতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল, দাবি করেছে বিজেপি। গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন, এর সঙ্গে দলের যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।
এনআরএসে চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। এম আর বাঙুর হয়ে এসএসকেএম ঘুরে এনআরএসে এসে মৃত্যু টালিগঞ্জের যুবকের । 'বাইক দুর্ঘটনায় আহত যুবককে অস্ত্রোপচারের জন্য নিয়ে গিয়েও আসেননি চিকিৎসক'। বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের, অভিযোগ পরিবারের। অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছিল, সাফাই হাসপাতাল সুপারের ।