Mocha cyclone: রবিবার ঘূর্ণিঝড় মোকা-র কোথায় ল্যান্ড ফল হতে চলেছে জানাল মৌসম ভবন

Continues below advertisement

রবিবার ঘূর্ণিঝড় মোকা-র ল্যান্ড ফল হতে চলেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। জানাল মৌসম ভবন। আবহবিদদের অনুমান, স্থলভাগে আছড়ে পড়ার আগে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে না ঢুকলে, বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে আন্দামান, নিকোবরে। শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। ১০০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram