Modi in US: আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগ দিবস নিয়ে তাঁর মনের কথা তুলে ধরলেন
Continues below advertisement
আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর আজ, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনেই যোগ দিবস নিয়ে তাঁর মনের কথা তুলে ধরলেন মোদি। তিনি বলেন, 'বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য়ের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে।' এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি আরও বলেন, 'ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন- সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে। বিবিধতাকে উদযাপন করেছে ভারত। এই সব কিছুতেই যোগের ভূমিকা রয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।' যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করতে হবে বলে মন্তব্য মোদির।
Continues below advertisement
Tags :
Pm Modi Speech Pm Modi Live US Congress Prime Minister Narendra Modi Pm Modi Narendramodi India Pmmodi Pm Modi To Visit America Us Joebiden Pmmodiusvisit Statevisit Uscongress Washingtondc Whitehouse Indopacifc Worldnews PM Modi US Visit Live Updates Pm Modi In Us Updates Modi Us Visit Modi In Us Pm Modi Us Visit Pm Modi Us Visit Today Modi US Visit 2023 PM Modi US Visit Schedule Modi In US Live Pm Modi Usa India Us Releation India Us Trades Modi Biden Meet In Us Pm Modi News Usa Invites Pm Modi For State Visit Pm Modi Us Visit 2023 Pm Modi Visit America Live