Abhishek Banerjee: 'মোদির গ্যারান্টি মানে জিরো গ্যারান্টি', মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। ABP Ananda Live
West Bengal News: 'বিজেপির (BJP) বহিরাগত নেতারা বাংলা বিরোধী'। 'বঙ্গের বিজেপি নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন'। 'বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত'। 'বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র'। 'নিজেদের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন'। 'অনেকে রাম মন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছিলেন'। 'রাম মন্দির হয়েছে, কিন্তু আপনারা মাথার ওপর ছাদ পাননি'। 'মানুষ চাইলে ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে'। 'বাংলাকে কত টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি', 'বিজেপি যুবমোর্চার নেতাকে বিতর্কের জন্য পাঠাবে বলেছিল'। 'আমি ময়নাগুড়িতে আসতে বলেছিলাম, বিজেপির কেউ আসেননি'। 'মোদির গ্যারান্টি মানে জিরো গ্যারান্টি', 'বিজেপির ভাঁওতাবাজির শিকার হবেন না', ময়নাগুড়িতে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live