Suvendu Adhikari: 'মোদিজি বিনা পয়সায় রেশন দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বস্তার উপর খাদ্যসাথীর স্টিকার মেরেছেন', আক্রমণ শুভেন্দুর
Continues below advertisement
'মোদিজি গোটা দেশে ১০ কোটি আবাস যোজনার বাড়ি দিয়েছেন', 'মোদিজি বাংলায় ৭২ লক্ষ শৌচালয় দিয়েছেন', 'কিন্তু তৃণমূল সেই টাকাও লুঠ করেছে', 'তৃণমূল এবারের পঞ্চায়েতে ব্যালটও খেয়েছে', 'মোদিজি বিনা পয়সায় রেশন দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বস্তার উপর খাদ্যসাথীর স্টিকার মেরেছেন', 'ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশ রসাতলে চলে যাবে', 'স্বাধীনতার আগে প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন দুজন, নেহরু আর জিন্না', 'আর এই জোটে তো ২৬ জন প্রধানমন্ত্রিত্বের দাবিদার', 'পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসল নির্বাচন হয়নি', 'আসল ভোট হবে ২০২৪ সালে'
Continues below advertisement