Mogra News: মগরায় নাবালিকাকে হেনস্তার অভিযোগ, পথ অবরোধ বিজেপির। ABP Ananda Live

ABP Ananda Live: মগরায় নাবালিকাকে হেনস্তার অভিযোগ, পথ অবরোধ বিজেপির। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘরে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 'এটা ঠিক বাংলায় মহিলারা অত্যাচারের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে ব্যবস্থা নিতে হবে, সরকার সহ সকলকে এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে', বাংলায় নারী নির্যাতন নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল। সকলকে মহিলাদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে'। ভাইফোঁটায় বার্তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। বিধায়কের অফিসের সামনেও পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এখনও পর্যন্ত রফিকুল ইসলমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন হাসানাবাদের তৃণমূলের সভাপতি। রফিকুল ইসলাম আগে সিপিএমে ছিলেন, তাই তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই পোস্টার, পাল্টা কটাক্ষ সিপিএমের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola