Dilip Ghosh: 'খেলার মাঠেও রাজনীতি, বাকি কী থাকল?', মোহনবাগান ক্লাব কমিটির ভোটের মনোনয়নে অশান্তি প্রসঙ্গে দিলীপ | Bangla News

মোহনবাগানে ক্লাব কমিটির ভোটের মনোনয়নে অশান্তি। ধৃত চার। ময়দান থানার (Maidan Police Station) হাতে গ্রেফতার চার অভিযুক্ত। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। অবৈধ জমায়েত, অশান্তি, ভাঙচুরের অভিযোগে এই মামলা। 'হাইকোর্টের নির্বাচনেও এধরনের রাজনীতি হয়েছে। আইএমএ-র নিরবাচনেও এই রকম ঘটনা ঘটেছে, খেলার মাঠেও রাজনীতি। তাহলে আর বাকি কী থাকল?', কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola