Molestation : তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই BSF জওয়ানকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। Bangla News
তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই BSF জওয়ানকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃত ৬৮ নম্বর ব্যাটালিয়নের BSF’এর ASI এস পি চেরো এবং কনস্টেবল আলতাব হোসেন। বনগাঁ পুলিশ জেলা সূত্রে খবর, গতকাল রাতে বাগদা সীমান্তের জিতপুর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বসিরহাটের বাসিন্দা ২৩ বছরের এক তরুণী। অভিযোগ, সেইসময় কর্তব্যরত ধৃত এই দুই জওয়ান তাঁকে পটল ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই আজ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাল বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে।
Tags :
BSF Molestation Arrest ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews