Abhishek Banerjee: 'আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না', নির্দেশ অভিষেকের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক । 'পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে' । 'আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না' । 'কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন' । ফোন নম্বর দিয়ে ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের: সূত্র । 'কেউ আমার অফিস থেকে এসেছি বললে, জানানো হবে জেলা সভাপতিকে' । 'আগে থেকে জানিয়ে তারা যাবে, না হলে কথা বলবেন না' । টাকা তোলার অভিযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র

প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! 

প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন!  দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন! পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ। ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের। পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা। রান্নাঘর থেকে ছুরি থেকে পরিচারকের ওপর হামলা গাড়িচালকের, পুলিশ সূত্রে খবর। 

খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথারি কোপ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়? এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram