Minakshi Mukherjee: শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হলে যে অর্থ লাগে, তা অন্যত্র চলে যাচ্ছে: মীনাক্ষী

Minakshi Mukherjee: 'শিক্ষার অধিকার রয়েছে। কিন্তু অধিকার বাস্তবায়ন করতে হলে যে অর্থ লাগে, তা অন্যত্র চলে যাচ্ছে', ধর্মতলায় বামেদের (CPM) সমাবেশ থেকে চাঁচাছোলা আক্রমণ শানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। (Minakshi Mukherjee) 'কাজের অধিকার' নিয়েও তাঁর বক্তব্য, 'চা বাগানের বেকার মানুষ থেকে পরিযায়ী শ্রমিকের মজুরি কমছে, কাজের সুযোগ কমছে। শুধু বেতন বাড়ছে জেলে বসে থাকা পার্থ চট্টোপাধ্যায়, (Patha Chatterjee) মানিক ভট্টাচার্যের মতো বিধায়কদের।' বস্তুত, এদিন মীনাক্ষীর নিশানায় ছিল কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola