Gariahat Money Recover: গড়িয়াহাটে সন্দেহজনক গাড়ি আটক করে, তার থেকে ১ কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। ABP Ananda Live
বালিগঞ্জের পর গড়িয়াহাট! বুধবার, বালিগঞ্জের গজরাজ গ্রুপের অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর, বৃহস্পতিবার সন্দেহজনক গাড়ি আটক করে, তার থেকে ১ কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। বালিগঞ্জের পর গড়িয়াহাটে একটি গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। এই ঘটনায় দু-জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের দাবি, এই গাড়িটা গড়িয়াহাট রোড ধরে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স বা STF গাড়িটিকে আটক করে। সেই সময় গাড়ির চালকের আসনে ছিলেন, বেলগাছিয়ার বাসিন্দা দুলাল মণ্ডল। সঙ্গে ছিলেন মুকেশ সারস্বত নামে এক যুবক। আদতে রাজস্থানের বাসিন্দা হলেও, মুকেশের বড়বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটে বাড়ি রয়েছে।গাড়ির ডিকি খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায় ডিকিতে রয়েছে বান্ডিল বান্ডিল টাকা!