Weather Update : বর্ষা এল বঙ্গে ! ভারী বৃষ্টি কোন কোন জেলায় ? ABP Ananda Live
Continues below advertisement
Monsoon in West Bengal: অপেক্ষার পালার অবসান (Weather Update)। শেষমেশ বঙ্গে পা রাখল বর্ষা (Monsoon)। অবশেষে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। স্বাভাবিক নিয়মে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষা ঢোকে ৭ জুন। কিন্তু নির্ধারিত সময়ের ৫ দিন পরে বর্ষা এলো উত্তরবঙ্গে। এদিন একইসঙ্গে উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে প্রবেশ করেছে বর্ষা। দিনের বিচারে মাঝে দিনপাঁচেক দেরি হলেও মাঝে রাজ্যজুড়ে (West Bengal) যেরকম তাপপ্রবাহের পর্ব চলেছে, তাতেই বঙ্গবাসী কার্যত চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। দক্ষিণবঙ্গেও শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি (Rainfall)। যদিও ঠিক কবে বর্ষার বৃষ্টি শুরু হবে ও তাপের দহন থেকে দক্ষিণবঙ্গবাসী বাঁচবেন, সেটা এখনও নিশ্চিত করেনি আবহাওয়া অফিস।
Continues below advertisement