Recruitment Scam : শুধুই কি শান্তনু? নাকি অয়নের মাথায় আরও কোনও প্রভাবশালীর হাত?

Continues below advertisement

নিয়োগ-দুর্নীতির  ( Bengal Recruitment Scam ) জাল কতটা গভীরে জানতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল ইডি ( ED ) । তদন্তকারীদের দাবি, প্রোমোটার অয়ন শীলের ( Ayan Sheel ) সল্টলেকের অফিসে ফোটোকপি নয়, প্রচুর আসল OMR শিট মেলে। যা ফাঁকা ছিল।
এই OMR শিটগুলি কোন পরীক্ষার? সবই পুরসভার নিয়োগ সংক্রান্ত বলে ইডি-র দাবি। ইডি সূত্রে খবর, জেরায় অয়ন দাবি করেন, তাঁর সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডকে OMR শিটের বার কোডিংয়ের বরাত দেওয়া হয়। সেই কারণেই অফিসে রাখা ছিল OMR শিট। ইডি-র দাবি, নিয়ম অনুযায়ী, এই OMR শিট অয়নের কাছে থাকার কথাই নয়। এর থেকেই স্পষ্ট নিয়োগ-দুর্নীতির জাল কতটা ছড়িয়ে পড়েছিল।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram