Morning Headline : তৃণমূলে ফিরবেন ? ইঙ্গিতপূর্ণ উত্তর শোভনের! আরও খবর

১। একটি একটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তৃণমূলে ফিরবেন কি না, প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ উত্তর শোভনের। মমতার কাছে নিলেন ভাইফোঁটা। ওকে তৃণমূলকর্মী হিসেবেই দেখি, সংযোজন বৈশাখীর।

২। ৮ বছর পর কালীঘাটে মমতার বাড়িতে মুকুল রায়। নিলেন ফোঁটা। নতুন সমীকরণ? ছবি ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে। কটাক্ষ বিরোধীদের।

৩। হরিয়ানায় অমিত শাহর সঙ্গে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচনায় সরব বিজেপি। পাল্টা জবাব তৃণমূলের। বৈঠকে গরহাজির স্টালিন, নবীন, নীতীশরাও।

৪। সৌমিত্র খাঁ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণে মোদির নাম টানলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী অযোগ্য, সেটাই কী বলতে চাইছেন? বোঝাই যাচ্ছে উনি দিশাহারা, পাল্টা কুণাল।

৫। ঝালদা ঘিরেও জল্পনা। যে নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে বোর্ড গড়েছিল তৃণমূল,দল ছাড়লেন সেই কাউন্সিলর। মুখে মানছে না তৃণমূল। বোর্ড দখল করবে কংগ্রেস, আগাম দাবি জেলা সভাপতির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola