Morning Headline : সুদীপকে সরিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট
১। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না পাওয়ার পাল্টা কি এবার সংসদে? সুদীপকে সরিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে।
২। দেশে তৃতীয় বড় দল তাও কোনও কমিটির মাথায় নেই, প্রতিক্রিয়া ডেরেক ও’ব্রায়েনের। যোগ্য মনে করা হয়নি, তাই রাখা হয়নি, মন্তব্য লকেটের। যা হয়েছে তা নিয়ম মেনে, প্রতিক্রিয়া শমীকের।
৩। ইডি-র ৮ জন উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বাড়ল ২ থেকে ৩ বছর। এঁদের অনেকেই কয়লা, গরু পাচার ও এসএসসি দুর্নীতিকাণ্ডের তদন্তে যুক্ত, খবর ইডি সূত্রে।
৪। বাংলার দূর্গাপুজোর স্বীকৃতি প্রাপ্তির কৃতিত্ব কেন্দ্রের। কলকাতায় এসে বিতর্ক উস্কালেন মন্ত্রী মীনাক্ষী লেখি। রাজ্যে এসে বাচালতা, মানুষ জানে কোনটা সত্যি। পাল্টা কুণাল।
৫। আজ বিচ্ছেদের বিজয়া। মাকে বিদায় জানানোর পালা৷ পুজো মণ্ডপ থেকে গঙ্গার ঘাটে শুরু তারই প্রস্তুতি। আরও একটা বছরের অপেক্ষা৷