Morning Headline : 'বাঘ না বাঘরোল', দিলীপের কটাক্ষ, আরও খবর আজকের শিরোনামে
Continues below advertisement
১। গরুপাচার মামলায় ষষ্ঠ লটারির হদিশ। অনুব্রত, সুকন্যার আগেই ২০১৭ সালে এনামুল হকের অ্যাকাউন্টে ঢুকেছিল লটারির ৫০ লক্ষ টাকা। সিবিআই সূত্রে খবর।
২। গরুপাচারের কালো টাকাই কি লটারির মাধ্যমে সাদা ? তদন্ত হোক, দাবি বিরোধীদের। এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।
৩। সায়গলের বস অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির। রাউস অ্যাভিনিউ কোর্টে সশরীরে পেশের আবেদন। ২২ নভেম্বর শুনানি।
৪। মুম্বইয়ের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ। বাংলার সিআইডি অফিসার সহ ৪ জনের বিরুদ্ধে তদন্তে মুম্বই ইডি। প্রতিক্রিয়া মেলেনি সিআইডির।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Morning Headline ABP Ananda ABP Ananda Bengali News West Bengal Morning News 19 November News