Morning Headlines: আজ রুজিরাকে তলব | সিবিআইয়ের 'বিশ'-হানা | 'দুর্নীতি'র ৭ বান্ডিল ফাইল!

Continues below advertisement

বিমানবন্দরেই বাধার পরে কয়লাকাণ্ডে আজ অভিষেকের স্ত্রীকে ইডির তলব। এত এজেন্সি লাগিয়েও আটকাতে পারেনি নবজোয়ার যাত্রা, হুঙ্কার অভিষেকের। 

পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। ১৪টি পুরসভা-সহ ২০ জায়গায় একযোগে সিবিআইয়ের ১০০ অফিসারের তল্লাশি। নগরোন্নয়ন দফতরেও অভিযান।

পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের ম্যারাথন অভিযান। গ্রুপ বি, সি, ডির সাড়ে ৩ হাজার নথি বাজেয়াপ্ত। ৭ বান্ডিল ফাইল এল নিজাম প্যালেসে। 

দিনভর সিবিআই অভিযান, চক্রান্তের তত্ত্ব মমতার। (বাইট--রেল দুর্ঘটনার তদন্ত না করে সকাল থেকে সিবিআইকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে, ১৪-১৬টি পুরসভায় ঢুকে গেছে। এবার কি বাথরুমে ঢুকবে?)

করমণ্ডলকাণ্ড থেকে নজর ঘোরাতে সিবিআই তল্লাশির অভিযোগ মমতার, জবাব সুকান্তর। 

বালেশ্বর বিপর্যয়ে এখনও রাজ্যের ৪০জনের বেশি নিখোঁজ। সিবিআই নিয়ে ফের সন্দেহ মুখ্যমন্ত্রীর। ধামাচাপা দেওয়ার অভিযোগ। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram