Morning Headlines : চাকরি খোয়ালেন এসএসসি গ্রুপ ডি-র ১৯১১ জন অযোগ্য প্রার্থী, আরও খবর

১। ৬০৯ জনের পর ১৯১১ জন। ওএমআর শিটে কারচুপি, হাইকোর্টের ( High Court ) নির্দেশে চাকরি খোয়ালেন এসএসসি গ্রুপ ডি-র ( SSC Group D ) ১৯১১ জন অযোগ্য প্রার্থী।
২। নিয়োগপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের। ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ। যোগ্য প্রার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের।
৩। অবিলম্বে ১ হাজার ৯১১ জনের বেতন বন্ধ, প্রয়োজনে সিবিআই ( CBI )  জিজ্ঞাসাবাদ। ঢুকতে পারবেন না স্কুলে, অংশগ্রহণ করতে পারবেন না সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায়।
৪। কার নির্দেশে দুর্নীতি, জানাতে হবে সুবীরেশকে। না জানালে মনে করা হবে তিনি দুর্নীতির মাথা। নির্দোষ প্রমাণিত না হওয়া অবধি ডক্টরেট ডিগ্রি ব্যবহার নয়। নির্দেশ হাইকোর্টের।
৫। ফেল করা চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ, পরে উধাও। জালিয়াতি কুন্তল ঘোষের। ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা ? জানতে চায় সিবিআই।
৬। কুন্তলের গভীর ষড়যন্ত্রে জড়িত পর্ষদের একাংশ ? তদন্তে সিবিআই। ২০২৪ সালের টেটের ভুয়ো রেজাল্টের কপি এবিপি আনন্দর হাতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola