Morning Headlines 19 August: সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না'' আদালতে বিস্ফোরক পার্থ
সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না। আদালতে বিস্ফোরক পার্থ। নিশানায় কে? নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা করে দেব, হুঙ্কার সুকান্তর।
বিজেপির ট্র্যাপ, চাই ক্লিন ইমেজ। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতার। সব ফাইল দেখে ছাড়ার নির্দেশ।
হাইকোর্টে স্বস্তি অনুব্রত-কন্যার। হাজিরা দিতে হবে না সুকন্যা-সহ ৬ জনকে, জমা দিতে হবে না টেট-নথি। নির্দেশ প্রত্যাহার বিচারপতির।
নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই স্কুল, অসংখ্য ভুয়ো কোম্পানি! পার্থর বিরুদ্ধে কোর্টে দাবি ইডির। ৬০টি অ্যাকাউন্ট থাকার দাবি।
অর্পিতার এলআইসি পলিসিতে পার্থর নম্বর। সেই নম্বরেই আসত প্রিমিয়াম জমার বার্তা। আদালতে দাবি ইডির। জামিন চাইলেন না অর্পিতা।
তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭! বিপুল সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বাম-বিজেপি-কংগ্রেসের ১৭ নেতার-সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা।
কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী? উৎসই বা কি? ১৭ বিরোধী নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা। পারলে প্রমাণ করুন, চ্যালেঞ্জ বাম-বিজেপির।
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ৪ হাজারের বেশি আক্রান্ত। স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব।