Morning Headlines: প্রয়াত তরুণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা | ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের | Bangla News
২০ দিনের লড়াই শেষ। ক্যান্সার কেড়ে নিল প্রাণ। পরপর দশবার হার্ট অ্যাটাক। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কেওড়াতলায় শেষকৃত্য। বোন ম্যারো ক্যান্সার থেকে ফুসফুসে টিউমার। বারবার জয়ী হয়েও শেষরক্ষা হল না। ব্রেন স্ট্রোক কেড়ে নিল ঐন্দ্রিলাকে। পঞ্চায়েত ভোটের আগে ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি ওন্দার বিজেপি বিধায়কের। ভোটে হেরে ষড়যন্ত্র করছে বিজেপি, অভিযোগ কুণালের। অবস্থান স্পষ্ট করুক পদ্ম-নেতৃত্ব, দাবি বামেদের। প্রচার পাওয়ার চেষ্টা, দলের মত নয়, প্রতিক্রিয়া দিলীপের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Morning Headlines Aindrila Sharma ABP Ananda Bengali News