দ্রুত নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। খোলা আকাশের নীচে করুণাময়ীতে ধর্না। পাশে থাকার বার্তা হিরণ-কৌস্তভের। পুলিশের সঙ্গে বচসা।
ধর্নায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ( Job Protest )। শাসকের দিকে তীব্র আক্রমণ হিরণের।
জেলে পার্থ-কেষ্ট-বালু-মানিক। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি মমতার ( Mamata Banerjee ) । বললেন, বদনাম দিয়ে ওরা যদি আমাদের ৪ জনকে জেলে রাখে, দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি, খুন ও অন্যান্য কেসে ওদের ৮ জনকে জেলে ভরব।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam ) প্রায় দেড় বছর জেলে পার্থ। ফের পাশে থাকার বার্তা নেত্রীর।মুখে কুলুপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর।