Morning Headlines 25 July: ভুবনেশ্বরের এইমসে হবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা
ভুবনেশ্বরের এইমসে হবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা। এয়ার অ্যাম্বুল্যান্সে পার্থর সঙ্গে আইনজীবী ও চিকিৎসক। ইডির চ্যালেঞ্জ মামলায় নির্দেশ হাইকোর্টের।
ভুবনেশ্বর এইমসে চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষার রিপোর্টের কপি ইডিকে পেশ করতে হবে নিম্ন আদালতে। বিকেলে ইডির বিশেষ আদালতে শুনানি।
হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেএমের চিকিৎসকদের ভূমিকায় খুশি নই, পর্যবেক্ষণ বিচারপতির।
গ্রেফতারির পর তৃণমূলে স্বপদে বহাল পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। ইডির তথ্য-প্রমাণকে আদালত মান্যতা দিলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। জানালেন কুণাল।
পার্থর টাকায় সমৃদ্ধ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই বললে হবে না, খোঁচা বিকাশের। তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি। পাল্টা কুণাল।
গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর। বাড়িতে উদ্ধার ’১৬-র রেজাল্ট, অ্যাডমিট কার্ড। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর, হাইকোর্টে দাবি ইডির।