Morning Headlines :‘পাল্লা ভারী’ দ্রৌপদীর, ভোট পড়ল ৯৯%, রাষ্ট্রপতি ভোটে এবার বঙ্গেও রিসর্ট রাজনীতি!

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? রাইসিনার দৌড়ে দ্রৌপদী-যশবন্তের লড়াই। লোকসভা থেকে বিধানসভায় ভোট গ্রহণ। ২১ জুলাই ফলপ্রকাশ। 
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল প্রায় ৯৯ শতাংশ। ১০ রাজ্য ছাড়াও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলে ১০০ শতাংশ। বাংলা থেকে আজ ব্যালট বক্স যাচ্ছে দিল্লি। 
রাষ্ট্রপতি ভোটে এবার বঙ্গেও রিসর্ট রাজনীতি! বিজেপি বিধায়ককের হোটেলে রাখা নিয়ে খোঁচা অভিষেকের।

বিজেপি বিধায়কদের হোটেলে রাখা নিয়ে অভিষেকের কটাক্ষ, পাল্টা আক্রমণে শুভেন্দু। 

দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পরে ফের জল্পনা বাড়ালেন শিশির। 

বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েই সুর বদল মুকুলের। 

রাষ্ট্রপতি ভোটেও চলছে টাকার খেলা, দাবি বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার। হার নিশ্চিত বুঝেই বিভ্রান্তি ছড়ার চেষ্টা, পাল্টা বিজেপি। 
রাষ্ট্রপতি ভোটেও বিতর্ক। অভিষেকের সঙ্গে কেন এত বড় কনভয়? প্রশ্ন বিজেপির। আদিবাসী-পোশাক পরে বিধি ভঙ্গ বিজেপিরই, পাল্টা তৃণমূল।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola