Morning Headlines: বসিরহাটের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিএসএফ জওয়ান

Continues below advertisement

বসিরহাটের তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়ানের দুই জওয়ান। বাংলাদেশে যাওয়ার চেষ্টায় সময় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ।

এসএসসি নিয়োগকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক মিডলম্যান। প্রদীপ সিংহকে জেরায় খোঁজ প্রসন্ন রায়ের। জেলে গিয়ে পার্থকে তিন ঘণ্টা জেরা ইডির।

কার কার চাকরি করতে হবে ? এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে একাধিক মেল মিডলম্যান প্রদীপের। মিলেছে অ্যাডমিড নম্বর। অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই।

যাদবপুরের ফ্ল্যাটেই আছি। সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছি, আগামীতেও করব। সিবিআইয়ের লুকআউট নোটিস জারির পর প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যের।

এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। উত্তরপত্র বিকৃত করার অভিযোগে হাইকোর্টে মামলা। কেন্দ্রীয় ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ।

সিবিআই একমাত্র ভরসা, এছাড়া উপায় কী আছে? সিবিআইয়ে সেটিং  নিয়ে ভোলবদল দিলীপ ঘোষের। শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে ভোলবদল, খোঁচা সৌগতর।

গ্রেফতারির ২ সপ্তাহ পর নিজের দ্বিতীয় গড় বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রর দায়িত্ব হাতছাড়া অনুব্রতর। কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউসগ্রামের দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

কয়লাকাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা আইপিএস রাজীব মিশ্রর। পৃথক তদন্তে ভবানীভবনে তিনজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। 

কংগ্রেস ত্যাগ গুলাম নবি আজাদের। দলে প্রবীণ নেতাদের অসম্মান রাহুল গাঁধীর। সনিয়াকে চিঠিতে অভিযোগ জানিয়ে নতুন দল গড়ার ঘোষণা। দুর্ভাগ্যজনক, প্রতিক্রিয়া কংগ্রেসের।

বিজেপি নেত্রী সোনালি ফোগতের রহস্যমৃত্যুতে গ্রেফতার তাঁরই আপ্তসহায়ক ও ঘনিষ্ঠ। পানীয়তে মাদক মিশিয়ে জোর করে খাওয়ানোর কথা স্বীকার। খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের।

ভারতীয় ফুটবলে ফিরল স্বস্তি। এআইএফএফের উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। অক্টোবরে ভারতেই হচ্ছে অনূর্ধ্ব সতেরো মহিলা বিশ্বকাপ।

সুপার সানডে-তে ডুরান্ড ডার্বি। শুরু অফলাইনে টিকিট বিক্রি। টিকিট পেতে হাহাকার। চড়ছে উত্তেজনার পারদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram