Morning Headlines: হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের । Bangla News

Continues below advertisement

হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। কোর্টের নজরদারিতে তদন্ত। ২ মের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট।

বার্নিং ঘাটে দাহ, ডেথ সার্টিফিকেট নেই! তথ্য-প্রমাণ লোপাট করা হয়েছে, এমন সন্দেহের তৈরি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের।

অভিযুক্ত শাসকদলের প্রভাবশালী নেতার ছেলে, চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। হাঁসখালিকাণ্ডে মন্তব্য হাইকোর্টের। কেস ডায়েরির তথ্য নিয়ে প্রশ্ন।

রাজ্য সরকারের সুপারিশ খারিজ। মাটিয়া-সহ ৪টি ধর্ষণ-তদন্তের নজরদারিতে দময়ন্তী সেনেই আস্থা হাইকোর্টের। ২০ এপ্রিল শুনানি।

হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ রাজ্যপালের। বেআইনি মনোভাব বলে মন্তব্য। আজ মুখ্যসচিবকে তলব।

শুধু ট্যুইট করলে হবে না, এবার কিছু করুন। রাজ্যপালের ট্যুইটের পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র! রাজভবনের সামনে হঠাৎ সজলের নেতৃত্বে বিক্ষোভ।

ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে দিতে হচ্ছে না হাজিরা। আজ সকালে শুনানি।

পার্থকে গ্রেফতারও করতে পারবে সিবিআই। ভর্তি হতে পারবেন না উডবার্ন ওয়ার্ডে। নির্দেশ সিঙ্গল বেঞ্চের। ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।

সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসি-র দুর্নীতির সব মামলায় স্থিতাবস্থার নির্দেশ ডিভিশন বেঞ্চের। আজ সকাল সাড়ে ১০টায় পার্থর আবেদনের শুনানি।

ঝালদার কংগ্রের কাউন্সিলর খুনে প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যুতেও এবার সিবিআই। ২টি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত, মন্তব্য হাইকোর্টের।

দেওঘরে ২দিন পরে আটকদের উদ্ধারে ফের দুর্ঘটনা। কপ্টারের দড়ি ছিঁড়ে মহিলার মৃত্যু। আহত কয়েকজন বাঙালি। রক্ষণাবেক্ষণে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।

নিউইয়র্কের সানসেট পার্কের সাবওয়ে স্টেশনে গ্যাস মাস্ক পরে হামলা। গুলিবৃষ্টির পর স্মোক গ্রেনেড। ব্যস্ত অফিস টাইমে বন্ধ করা হল টিউব রেল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram