Morning Headlines: ১৯-এর আতঙ্ক ফিরল বউবাজারে, পরপর বাড়িতে ফাটল, কেএমআরসিএলের আশ্বাসের মধ্যেই আতঙ্ক ।Bangla News

Continues below advertisement

বউবাজারের দুর্গা পিটুরি লেনে বাড়ছে ফাটল? কেএমআরসিএলের আশ্বাসের মধ্যেই আতঙ্ক। শুরু হল সিমেন্ট দিয়ে ফাটল বোজানোর কাজ।

 

১৯-এর আতঙ্ক ফিরল বউবাজারে। পরপর বাড়িতে ফাটল। মধ্যরাতে গৃহহীন অসংখ্য মানুষ। কেউ হোটেলে, কেউ সারারাত কাটালেন রাস্তায়।

 

সুড়ঙ্গে জল ঢুকেই বিপত্তি, মনে করছে কেএমআরসিএল। দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা। পুরনো বাড়ি রাখা নিয়েই সন্দিহান মেয়র।

 

বউবাজারে কেন বারবার বিপত্তি, দায় নিয়ে চাপানউতোর।

 

পরপর বাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের। ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ।

 

আড়াই বছর পর আগে পাওয়া বাড়ির ফিট সার্টিফিকেট নিয়ে প্রশ্ন বউবাজারের ঘরছাড়াদের।

 

আনিস-খুনে সিটের রিপোর্ট নিয়েই প্রশ্ন হাইকোর্টের। পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলে কেন ৩০৪-এ ধারার প্রয়োগ? প্রশ্ন আদালতের।

 

পালাতে গিয়ে পড়ে মৃত্যু হলে কেন দায়ী পুলিশ? আনিসকাণ্ডে প্রশ্ন কোর্টের। পলিগ্রাফ টেস্টের রিপোর্টের উল্লেখ রাজ্যের। মানতে নারাজ পরিবার।

 

অর্জুনের বাড়ির কাছে বোমা, এনআইএ-র হাতে ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার। খুশি করার চেষ্টা, খোঁচা কুণালের।

 

জোর করে জমি দখল করে নন্দীগ্রামের মতোই সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর। শুধুই নাটক, খোঁচা কুণালের।

 

আদিবাসী-উচ্ছেদ করে শিল্পের বিরুদ্ধে বিজেপির দেউচা পাঁচামি অভিযান।প্রতিবাদে জমি-বাঁচাও কমিটির বিক্ষোভ। অশান্তি তৈরির চেষ্টা, অভিযোগ তৃণমূলের।

 

দিল্লিতে অভিষেককে তলব, প্রশ্নের মুখে ইডি। সস্ত্রীক সাংসদ অভিযুক্ত না সাক্ষী? কলকাতায় জিজ্ঞাসাবাদে কী সমস্যা? জানতে চাইল সুপ্রিম কোর্ট। সময় চাইল ইডি।

 

৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় বরাদ্দেরও দাবি।

 

স্থানীয়দের চাকরির দাবিতে কল্যাণী এইমসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ।

 

ফের বিতর্কে নির্মল মাজি। রোগী ভর্তিতে দেরী কেন? প্রশ্ন তুলে প্রবীণ চিকিৎসককে হেনস্থার অভিযোগ। রোগী ফেলে রাখার পাল্টা দাবি তৃণমূল বিধায়কের।

 

ঘুচল রাজ্যে আইএএস ও ডব্লুবিসিএস প্রোমোটি অফিসারদের বিশেষ ভাতার ব্যবধান। পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা

 

প্রয়োজনে আরও জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আগেই করা উচিত ছিল, কার্যত সমর্থন দিলীপের। নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছে বাম-কংগ্রেস।

 

বেলাগাম পেট্রোল-ডিজেল-গ্যাস। উদ্বেগ বাড়িয়ে ২১-র তুলনায় উপভোক্তা মূল্য সূচক বাড়ল প্রায় দ্বিগুণ। এখনই নেই রেহাই, মত অর্থনীতিবিদদের।

 

তাজমহলের ২২টি বন্ধ কামরা খোলার আবেদন খারিজ। জনস্বার্থ মামলাকে হাসির খোরাক করবেন না, গবেষণা করুন কে তৈরি করেছিল। মন্তব্য আদালতের।

 

অর্থনৈতিক সঙ্কটে অশান্ত শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী হলেন রণীল বিক্রমসিঙ্ঘে। নতুন সরকারের সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করার ইচ্ছেপ্রকাশ ভারতের।

 

বাবার অসুবিধের কথা মাথায় রেখে চিকিৎসক হতে চাই, দৃষ্টিহীনের মেয়ের কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়লেন মোদি।

 

আইপিএল ঘিরে ইডেনে তৎপরতা। ২৪, ২৫ মে প্লে-অফ ম্যাচের আগে পরিদর্শনে সৌরভ। ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram