Morning Headlines:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, গলায় ফাঁস-ঝুলেই মৃত্যু, কাশীপুরকাণ্ডের ময়নাতদন্তে উল্লেখ ।Bangla News

Continues below advertisement

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা। দুর্যোগ শুরু ওড়িশা উপকূলেও। গঞ্জামে সমুদ্রে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা। 

 অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র। পর্যটকদের নামতে নিষেধ। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। 

গলায় ফাঁস লেগে ঝুলেই কাশীপুরে বিজেপির যুব নেতার মৃত্যু। পিএম রিপোর্টে জানাল সেনা হাসপাতাল। কলকাতা পুলিশকে নথি দিতে বলল হাইকোর্ট। 

 কলকাতা পুলিশের সিট নয়, সিবিআই তদন্তের দাবিতেই অনড় বিজেপির যুব নেতার পরিবার। 

কাশীপুরে যুব নেতার রহস্যমৃত্যু। কারণ নিয়ে বিজেপিতেই ভিন্নসুর।

নিহত কর্মীদের পরিজন সঙ্গে নিয়ে ফের রাজভবনে বিজেপির দরবার। মুখ্যমন্ত্রীকে দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপের পরামর্শ রাজ্যপালের।

রামপুরহাটকাণ্ডে সহযোগিতার প্রসঙ্গ টেনে ভেদাভেদের অভিযোগ রাজ্যপালের। কাশীপুরকাণ্ডে রিপোর্টে ধাক্কা খেয়ে নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ তৃণমূলের।

নিহতদের পরিজনদের নিয়ে ফের ধর্নায় বিজেপি। কাশীপুর-রিপোর্টকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে তৃণমূল। শাহের বিরুদ্ধে মিথ্যে ভাষণের অভিযোগ। 

অবশেষে সিটের নোটিস নিল চৌরাসিয়া পরিবার। আজ হাজিরার নির্দেশ। ঠিক কী হয়েছিল পরিত্যক্ত কোয়ার্টার্সে? ঘটনাস্থলে গেল রেল পুলিশ।

মমতাকে বাংলা আকাদেমি পুরস্কার, প্রতিবাদে ২০১৯ সালের বাংলা আকাদেমি পুরস্কার ফেরাচ্ছেন সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। মমতার বই বেস্টসেলার। পাল্টা দেবাংশু।

 ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে আজ হাইকোর্টে শুনানি। বিচার চেয়ে ফের পথে ডিওয়াইএফআই। আমতা থেকে মিছিল। মৃতদেহ দিয়ে ভোট ধরার চেষ্টা, কটাক্ষ ফিরহাদের। 

অবশেষে রাজ্যপালের ‘শর্তেই’ সিলমোহর। আজ বেলা সাড়ে ১২টায় বিধায়ক হিসেবে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। 

 পার্থর পরে এবার মুখ খুললেন সৌগত। 

ক্রমশ গৃহযুদ্ধের পথে শ্রীলঙ্কা। সেনাকে দেখামাত্র গুলির নির্দেশ। সরকারি বাসভবন ছেড়ে পালালেন পদত্যাগী প্রধানমন্ত্রী। ১১ মে পর্যন্ত কার্ফু।

আমফান, ইয়াসের স্মৃতি উসকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। রাজ্যের উপকূলবর্তী জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

 কাটল জট, রাজ্যপালের শর্তেই আজ বিধায়ক পদে বাবুলের শপথ। আজ অসম যাচ্ছেন অভিষেক। আনিস-মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি, আজ হাইকোর্টে শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন,  রাত ৮।

গণতন্ত্র ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলনে বিজেপি। আজ দুর্গাপুরে সুকান্ত, বাঁকুড়ায় দিলীপ, হাওড়ায় শুভেন্দুর কর্মসূচি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram