Morning Headlines: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় | Bangla News
বাংলার সঙ্গীত হারাল ইন্দ্রধনু। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু।
উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা থেকে বিকেল ৫ পর্যন্ত দেহ থাকবে রবীন্দ্রসদনে। পূর্ণ মর্যাদায় শেষকৃত্য, এবিপি আনন্দকে জানালেন মুখ্যমন্ত্রী।
সাংস্কৃতিক জগতে বড় ক্ষতি, ট্যুইট মোদির। ভারতের রত্ন, প্রতিক্রিয়া মমতার (Mamata Banerjee)। গানের জগতে মাতৃবিয়োগ, বললেন মাধবী। বাংলার সরস্বতীকে হারালাম। প্রতিক্রিয়া অজয় চক্রবর্তীর।
মাথার উপর ছাদ হারিয়ে গেল, প্রতিক্রিয়া হৈমন্তী শুক্লার। মায়ের মতো ছিলেন, বললেন অরুন্ধতী। কেমন আছি জিজ্ঞাসা করার কেউ রইলেন না, আক্ষেপ আরতির।
গীতশ্রীর সুরেলা কণ্ঠ আবিষ্ট করে রাখবে প্রজন্মের পর প্রজন্মকে। ট্যুইট প্রধানমন্ত্রীর। শোকবার্তা জানালেন রাজ্যপাল, বিরোধী দলনেতা।
স্কুলে নিয়োগে দুর্নীতি মামলায় অস্বস্তিতে সরকার। গ্রুপ সি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।
উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে যোগ দিলেন খগেন মুর্মু, দশরথ তিরকে। দলের অনুমতি নিয়েই যোগ, দাবি মালদা উত্তরের সাংসদের।
প্রথমবার শিলিগুড়ি পুরসভা তৃণমূলের। মেয়র হচ্ছেন গৌতম দেব। উত্তরকন্যায় মমতার সঙ্গে সাক্ষাৎ জয়ী প্রার্থীদের।
শুক্রবার বিকেলে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক। নাম ঘোষণা হতে পারে বিধাননগর, আসানসোল, চন্দননগরের মেয়রের নাম।
৪ পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ বিজেপির। আজ শুনানি।
ভোটের নামে লুঠ। রাজ্য কারও কথা শোনে না, তাই আদালতের দ্বারস্থ, আক্রমণ দিলীপের (Dilip Ghosh)। ওরা আদালতে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে। পাল্টা ফিরহাদ।
গরুপাচারকাণ্ডে দেবকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। এনামুলের থেকে কি উপহার নিয়েছিলেন, প্রশ্ন তৃণমূল সাংসদকে, খবর সূত্রের। চেনেন না কাউকে, দাবি দেবের।
২৫ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে বড়বাজারের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নৃশংস খুন। সঙ্গী ভিনরাজ্যের অভিযুক্ত যুবক ফেরার। সিসি ক্যামেরায় মিলল হাওড়ার দিকে যাওয়ার ফুটেজ।
লালকেল্লায় জাতীয় পতাকার জায়গায় কৃষক আন্দোলনের পতাকা লাগানো দীপ সিধুর মৃত্যু। হরিয়ানার সোনিপথে পথ দুর্ঘটনা। অভিযুক্ত ছিলেন লালকেল্লাকাণ্ডে।
২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেনের মধ্যে বাধবে যুদ্ধ, আশঙ্কা আমেরিকার। যুদ্ধাভ্যাসে রুশ সেনা। আজ জাতীয় ছুটি ইউক্রেনে। ভারতীয় ছাত্রদের ফিরতে বলল দিল্লি।
আজ থেকে খুলছে ছোটদের স্কুল। সরকারি স্কুলে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি হবে ক্লাস। বেসরকারি স্কুলগুলির ধাপে ধাপে স্কুল খোলার পরিকল্পনা। আনন্দে আত্মহারা কচিকাঁচারা।
আজ ইডেনে শুরু ভারত ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ। রাতের শিশির নিয়ে মোটেই ভাবছেন না রোহিত। সুযোগ দিতে চান সবাইকে।
টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে চিন্তা বাড়াচ্ছে বিরাটের অফ ফর্ম। প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন হিটম্যান।