Morning Headlines: উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সূচি বদল ।Bangla News

Continues below advertisement

উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সূচি বদল। ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষা। ৬ এপ্রিল থেকে ১০দিনের বিরতি। গণনার দিনও পরীক্ষা। 
উচ্চমাধ্যমিকের নতুন সূচি

উচ্চমাধ্যমিকের জন্য ১ সপ্তাহ পিছোল রাজ্য জয়েন্ট। ২৩শের বদলে পরীক্ষা ৩০ এপ্রিল।

৫ রাজ্যের সঙ্গে কেন উপনির্বাচন নয়? পরীক্ষার সময় ভোট নিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

২৫ কোটিতে পুলিশকে পেগাসাস বিক্রি করার চেষ্টা হয়েছিল, দাবি মুখ্যমন্ত্রীর। 

সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটি থেকে বাদ সূর্য, বিমান, রবীন। এলেন সুশান্ত, শতরূপ থেকে মীনাক্ষী, মধুজা। 

বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ। শুভেন্দুর বিরুদ্ধে ৪ বিধায়কের স্বাধিকার ভঙ্গের নোটিস। কিছু প্রমাণ হবে না, পাল্টা বিজেপি।

বিধানসভায় আছে সব রেকর্ড। হত্যার হুমকি ফৌজদারি অপরাধ। মন্তব্য স্পিকারের। চলতি অধিবেশনেই রিপোর্ট পেশের নির্দেশ। সত্যতা নেই, দাবি বিজেপির। 

হুমকি-বিতর্কের পরেই ৪ বিধায়ককে রাজ্যের সুরক্ষা। বিধানসভায় তৃণমূলের কাছে বসার জায়গা। বিজেপি না তৃণমূল? কোন দলে আছেন? প্রশ্ন বিজেপির। 
বিতর্কের পরেই কাছাকাছি

মমতাকে ছোট করতেই ভোটের পরেই অভিষেককে ইডির সমন। আক্রমণে ব্রাত্য। শুধুই অজুহাত, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা সুকান্ত। 

বিজেপির সমর্থনে চেয়ারম্যান হয়েই খড়ারের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরের ইস্তফা! সমর্থনকারীদের উপর চাপের অভিযোগ। নতুন বোর্ড গঠিত হবে, জানাল তৃণমূল। 

কাউন্সিলররা শপথ নিলেও চাকদা, হরিণঘাটা পুরসভায় বোর্ড গঠন স্থগিত। তাহেরপুরে বামেদের বোর্ড গঠন, বয়কট তৃণমূলের।  

ময়নাগুড়ি পুরসভার শপথগ্রহণের মাঝেই অনুষ্ঠান ছাড়লেন তৃণমূল কর্মাধ্যক্ষ। বেরোলেন অনুগামীদের নিয়ে। দলের জন্যেই পদে, ধমক জেলা সভানেত্রীর। 

ঝালদাকাণ্ডে গোপন জবানবন্দি দিতে চান স্ত্রী, ভাইপো। আদালতের নির্দেশের অপেক্ষায় পুলিশ। ২ কাউন্সিলর-খুনে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা। 

যুদ্ধের ২২তম দিনে মারিউপোলের থিয়েটার হলে রুশ গোলা। ধ্বংসস্তূপের নীচে অসংখ্য মানুষ। সুইমিং পুলে গোলাবর্ষণ। 

রাশিয়াকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে নির্দেশ  আন্তর্জাতিক আদালতের। রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের। পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন।

সোমবার থেকেই রাজ্যে দ্বাদশোর্ধ্বদের ভ্যাকসিনেশন। শুধু সরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই দেওয়া হবে টিকা। ২৮দিনের ব্যবধানে ডবল ডোজ। 

পয়লা বৈশাখের আগেই কি চালু হচ্ছে শিয়ালদা মেট্রো? চূড়ান্ত পরীক্ষায় রেলওয়ে সেফটি। পাস করলে ১ মাসেই মেট্রো চালুর সম্ভাবনা। 

বসন্তের উৎসবে সেজে উঠছে বাংলা। নিউটাউনের রবীন্দ্র তীর্থ থেকে মাল্টিক্যামে সরাসরি দোল উৎসবের সম্প্রচার। লাগল যে দোল, সকাল ৭। 

বাতাসে বসন্তের সুর। রঙের উৎসবে স্মরণজিতের কথায়, স্যাভির সুরে গাইলেন অমৃতা। নিজের কথায় ও সুরে গাইলেন রূপঙ্কর। ‘বসন্ত এসে গেছে’, দিনভর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram